আজ: শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ইং, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জুন ২০২২, শনিবার |

kidarkar

ভারতের চেরাপুঞ্জিতে ২৪ ঘণ্টায় ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত

আন্তর্জাতিক ডেস্ক:৮১১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার মাত্র দুই দিন পর আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি। এবার শহরটিতে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৭২ মিলিমিটার। ১৯৯৫ সালের পর থেকে জুনে এটি সর্বোচ্চ।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটের আগের ২৪ ঘণ্টায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। খবর এনডিটিভি।

চেরাপুঞ্জি বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপ্রবণ এলাকা। হিসাব রাখা শুরু করার পর থেকে জুনের একদিনে সেখানে নয়বার ৮০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ পর্যন্ত।

গুয়াহাটিতে ভারতের আবহাওয়া বিভাগের আঞ্চলিক কার্যালয়ের আবহাওয়া বিজ্ঞানী সুনিত দাশ বলেন, চলতি মাসে শুক্রবার পর্যন্ত চেরাপুঞ্জিতে ৪০৮১.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার সাড়ে ৮টার আগের ২৪ ঘণ্টায় ৮১১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

এর আগে ১৯৯৫ সালের ১৬ জুন ১৫৬৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। যার একদিন আগে ১৫ জুন রেকর্ড করা হয়েছিল ৯৩০ মিলিমিটার।

চেরাপুঞ্জিতে বৃহস্পতিবার ৬৭৩.৬ মিলিমিটার, বুধবার ৮১১.৬ মিলিমিটার, মঙ্গলবার ৬২.৬ মিলিমিটার, সোমবার ২৯৩ মিলিমিটার ও রোববার ৩৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদরা বলছেন, এ ধরনের ভারী বৃষ্টিপাত আরও এক থেকে দুইদিন চলতে পারে। এর পর বৃষ্টির প্রবণতা কমবে।

শেয়ারবাজার নিউজ/খা.হা.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.