ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮
শেয়ারবাজার ডেস্ক:রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ৩৪ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ১৭ কেজি ২২১ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম হেরোইন, ৪১০ বোতল ফেনিসিডিল, ৪ লিটার দেশি মদ ও ১ হাজার ৫৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ জুলাই) ভোর ৬টা থেকে বুধবার (৬ জুলাই) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১ টি মামলা রুজু হয়েছে।
শেয়ারবাজার নিউজ/খা.হা.