নিজস্ব প্রতিবেদক দেশের মুঠোফোন অপারেটর রবি তাদের সর্বনিম্ন রিচার্জের সীমা ঠিক করেছে। এখন থেকে রবি ও এয়ারটেলের গ্রাহকরা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারবে।
রবি তাদের এই নতুন সিদ্ধান্ত এসএমএস করে গ্রাহকদের জানিয়ে দিচ্ছে। এর আগে রবি ও এয়ারটেলে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।
রবি জানিয়েছে, শুধু রিচার্জের ক্ষেত্রেই তাদের এ সিদ্ধান্ত। তবে ২০ টাকার নিচে যেসব অফার রবি বা এয়ারটেলের আছে, তা অব্যাহত থাকবে।
এর আগে আরেক মুঠোফোন অপারেটর গ্রামীণফোনও এ মাসের শুরুতে তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা করেছে।