আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

বাংলাদেশ ব্যাংক এর নতুন গভর্নরকে সিএমএসএফ চেয়ারম্যানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফতালুকদার কে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেনপ্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সিএমএসএফের বর্তমান চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। বুধবার (১৩ জুলাই) এক চিঠির মাধ্যমে তিনিএই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। উক্ত চিঠিতে সিএমএসএফ এরচেয়ারম্যান নতুন গভর্নরের উত্তরোত্তর সফলতা কামনা করার পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ ব্যাংক সিএমএসএফ আসন্ন দিনগুলোতে পারস্পরিক অংশীদারিত্ব সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়নে এবং জাতীয়অর্থনীতিতে অবদান রাখবেন।

নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার শুভেচ্ছা পত্রের জন্য  সিএমএসএফ এর চেয়ারম্যানকে আন্তরিক  ধন্যবাদজানান।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে তিন বছরের বেশি সময়েরঅধিক অদাবিকৃত/বণ্টনকৃত নগদ বা স্টক লভ্যাংশের ওপরভিত্তি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড) বিধিমালা, ২০২১ এর মাধ্যমে সিএমএসএফ গঠন করে।

প্রতিষ্ঠার শুরু থেকেই সিএমএসএফ বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করে আসছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ দাবি নিষ্পত্তি করেছে। একই সাথে সিএমএসএফ শেয়ারবাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- এর মাধ্যমে ২০০ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। পাশাপাশি বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে ১০০ কোটি টাকার “আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড” গঠন করা হয়েছে যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। সিএমএসএফ পারস্পরিক অংশীদারিত্ব সহযোগিতার মাধ্যমেপুঁজিবাজারের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.