বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করলো ফিলিপাইনের আদালত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার চুরির ঘটনায় নাম জড়ানোতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে সে দেশের আদালত।
গত ৩০ জুন এই মামলার শুনানী হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। গত বুধবার এ সংক্রান্ত নথি বাংলাদেশ ব্যাংকে পৌঁছায়।
চূড়ান্ত রায়ের কপিতে আদালত লিখেছেন, বাংলাদেশ ব্যাংককে বিচারের আওতায় আনার এখতিয়ার ফিলিপাইনের ওই আদালতের নেই। এ কারণেই আরসিবিসির মামলাটি খারিজ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, “সাইবার হ্যাকিং হওয়ার পর আমরা ২০১৯ সালের ২ জানুয়ারি নিউইয়র্কের কান্ট্রি সুপ্রিম কোর্টে আরসিবিসিকে বিবাদী করে মামলা করেছিলাম। এরপর সেবছরের ৬ মার্চ তারা ফিলিপাইনের আদালতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে একটা মানহানির মামলা করে।”
“সেখানে তারা বলেছিল, বাংলাদেশ ব্যাংকের করা মামলার কারণে আন্তর্জাতিকভাবে তাদের গুডউইল নষ্ট হয়েছে। ওই মামলার শুনানীতে আদালত মামলাটি খারিজ করে দিয়েছে,” বলেন তিনি।
তিনি আরো বলেন, “আমাদের যে মামলার কাজ চলমান আছে, সেখানে আমরা একটা ফেভার পাবো। যুক্তিযুক্ত আছে বলেই তো ফিলিপাইনের আদালত খারিজ করে দিয়েছে।”
২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে।
চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় ২০১৯ সালের ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয়, ওই অ্যাকাউন্টগুলোর ওপর আরসিবিসি এবং এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। কী ধরনের অপরাধ হচ্ছে জেনেও অ্যাকাউন্ট খোলা, বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর এবং পরে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়গুলো তারা ঘটতে দিয়েছেন।
আরসিবিসি পাল্টা যে মানহানির মামলা করে তাতে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি পেসো (১৯ লাখ ডলার) দাবি করা হয়।
আরসিবিসি মামলা করার পর আইনি লড়াইয়ের জন্য ম্যানিলার ‘বারনাস ল অফিস’কে দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক।
২০২১ সালের ১৮ অক্টোবর ফিলিপাইনের আদালত আরসিবিসির পক্ষে সিদ্ধান্ত দিলে বাংলাদেশ পুনর্বিবেচনার আবেদন করে। সেই ধারাবাহিকতায় গত ৩০ জুন আরসিবিসির মানহানি মামলা খারিজ করে দেয় আদালত।
/এসএ