সাপ্তাহিক দর হারানোর শীর্ষে জনতা ইন্স্যুরেন্স
শেয়ারবাজার রিপোর্ট:সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা হারানোর শীর্ষে রয়েছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮.৬০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ লাখ ২৭ হাজার টাকা
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৬.৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬০ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ লাখ ২ হাজার ৩৩৩ টাকা।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৬.২৮ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, রবি আজিয়াটা, মেঘনা ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, খুলনা পাওয়ার, এমারেল্ড অয়েল ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
শেয়ারবাজার নিউজ/খা.হা.