শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির বোর্ড সভা এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করার জন্য বিসিআইসি থেকে ১৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৫০০টাকা টাকার ঋণ শেয়ার মূলধনে রূপান্তর করার সিদ্ধান্ত অনুমোদন করেছে।
কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য আবেদন করেছে।
শেয়ারবাজার নিউজ/খা.হা.