মাঙ্কিপক্সে শনাক্ত ১৮ হাজার, সংক্রমণ রুখতে পুরুষ সঙ্গী কমানোর পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বে ৭৮টি দেশে ১৮ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ভাইরাসে সংক্রমণের হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পুরুষ যৌন সঙ্গী কমানোর পাশাপাশি নতুন পুরুষ সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ভারতীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, মাঙ্কিপক্সে সবচেয়ে বেশি আক্রান্তের হার ইউরোপ মহাদেশে। ইউরোপে এ হার ৭০ শতাংশের বেশি। আর আমেরিকার বিভিন্ন অঞ্চলে এ হার ২৫ শতাংশ।
এক সাংবাদিক সম্মেলনে ডব্লিউএইচও এর ডিরেক্টর-জেনারেল তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, আফ্রিকা মহাদেশের বাইরে যারা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, তাদের ৯৮ শতাংশ পুরুষ সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কের কারণে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তিনি নতুন যৌন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
টেড্রোস বলেন, এখনও পর্যন্ত মাঙ্কিপক্সে পাঁচজন নিহত হয়েছে। আর প্রায় ১০ শতাংশ রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেয়ারবাজার নিউজ/খা.হা.