ফ্লোর প্রাইসে বড় উত্থান পুঁজিবাজারে
অবশেষে পুঁজিবাজারে লাগামহীন দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস (দরপতনের সর্বনিম্ন সীমা) বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে আজ রোববার পুঁজিবাজারে মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, পুঁজিবাজারে অব্যাহত পতন ঠেকাতে বৃহস্পতিবার (২৯ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস নির্ধারণ করে নির্দেশনা জারি করে। শেষ ৫ কার্যদিবসের (রবিবার-বৃহস্পতিবার) ক্লোজিং প্রাইসের গড় দর হবে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস। এই ফ্লোর প্রাইস আজ থেকে কার্যকর করা হয়েছে। তবে এসএমই বোর্ড এই নির্দেশনার বাহিরে থাকবে।
রোববার ডিএসইতে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৬ কোটি ১৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৯ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬২টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮৮ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।