শীর্ষ করদাতার সম্মাননা পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: জীবন বীমা শিল্পে শীর্ষ করদাতার সম্মাননা পেল দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ। আজ ২ আগস্ট সেগুন বাগিচায় কর অঞ্চল-১ এর সম্মেলন কক্ষে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা এ সম্মাননা প্রদান করে।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ সম্মাননা গ্রহণ করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৩, ঢাকার কর কমিশনার মোঃ নাজমুল করিম, বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল-৭ ঢাকার কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার কর কমিশনার মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে ব্যাংক ও অন্যান্য শীর্ষ করদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। বীমা শিল্পে ৩৫ টি লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মধ্যে একমাত্র ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী জাতীয় রাজস্ব বোর্ড থেকে শীর্ষ করদাতা হিসেবে ট্রফি ও সম্মাননা সনদ লাভ করে।