শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের ৬১ লাখ ৯৯ হাজার ৮৬৭টি শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।এই শেয়ার প্যারামাউন্ট টেক্সটাইলে হস্তান্তর করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডাইনামিক সান এনার্জি ১০০ মেগাওয়াট গ্রিড টাইড সোলার পিভি পাওয়ার প্লান্ট। কোম্পানির মোট শেয়ারের মধ্যে শাহপুরজি পালনজি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল কোম্পানি ৬১ লাখ ৯৯ হাজার ৮৫৯টি শেয়ারের মালিক। আর সুনীল কুলকারনি সান এনার্জির ৮টি শেয়ারের মালিক।
প্যারামাউন্ট টেক্সটাইলে হস্তান্তরের মোট শেয়ারের মূল্য হবে ৫ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ৮৭০ টাকা।
শেয়ারবাজার নিউজ/খা.হা.