পুত্র সন্তানের মা হলেন পরীমণি
বিনোদন ডেস্ক :অবশেষে কাটলো প্রতীক্ষা। বাবা-মা হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। তাদের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পরী ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। অভিনেতা শরিফুল রাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
বাবা হওয়ার খবর জানিয়ে রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।’
ছেলে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন শরিফুল রাজ।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমনী। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে।
এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।
শেয়ারবাজার নিউজ /খা.হা.