আজ: শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ইং, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ অগাস্ট ২০২২, শনিবার |

kidarkar

বাণিজ্যিক উৎপাদনে আসছে পিটিএলের সোলার প্লান্ট

নিজস্ব প্রতিবেদক : খুব শিগগির বাণিজ্যিক উৎপাদনে আসছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদনে আসার জন্য সকল ধরণের প্রস্তুতি শেষ করছে। ইতোমধ্যে বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে জানিয়েছে। বিপিডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির অবস্থান লালমনিরহাটের কালিগঞ্জে। সোলার প্লান্টির আয়াতন ১২০ একর জমিতে। কোম্পানিটিকে ‘লেটার অব ইনটেন্ট’ (এলওআই) দেওয়া হয় ২০১৬ সালের ১৮ এপ্রিল। পিডিবির সাথে কোম্পানিটি ২০১৭ সালের ২৭ আগস্ট বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করে।
সূত্র মতে, ইন্ট্রাকো সোলার পাওয়ার কোম্পানি ৩০ মেগওয়াট ক্ষমতা সম্পূর্ণ কোম্পানি। এর মধ্যে ৮০ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।
বিপিডিবি সূত্র মতে, ইতোমধ্যে প্লান্টির মিটারিং এর কাজ শেষ। জাতীয় গ্রিডে পরীক্ষামুলকভাবে প্রায় ৩৫ মেগওয়াট বিদ্যুৎ যুক্ত করা হয়েছে। খুব শিগগির সিওডি করা হবে। এর পরই বাণিজিক কার্যক্রম চালু করতে পারবে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে বিপিডিবিতে যোগাযোগ করা হলে, নাম প্রকাশে অনিচ্ছুক উর্ধ্বতন এক কর্মকর্তা সানবিডিকে বলেন, ইন্ট্রাকো সোলার পাওয়ার গত জুলাই মাসের ১৭ তারিখে বিপিডিবিতে আবেদন করেছে। তার প্রেক্ষিতে আমরা কোম্পানিটির ব্যাকপিড বা মিটারিং এর কাজ শেষ করেছি। তবে কতদিনের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে তা বলতে পারবে আইপি সেলের কর্মকর্তারা।
অন্যদিকে কোম্পানির সাথে যোগযোগ করা হলে কোম্পানি সচিব রবিউল ইসলাম সানবিডিকে বলেন, আমাদের জায়গা থেকে মিটারিংসহ আনুষঙ্গিক সকল কাজ সম্পূর্ণ করা হয়েছে। বিপিডিবির অনুমতি সাপেক্ষে আমরা এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে প্রস্তুত আছি। কোম্পানির যা আপডেট ছিলো, তা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ইন্ট্রাকো গ্রুপের একটি কোম্পানি ইন্ট্রাকো রিফোয়েলিংক স্টেশন পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। ইন্ট্রাকো সিএনজির সাথে ইন্ট্রাকো রিফোয়েলিংক স্টেশনের মালিকানার কোন সম্পর্ক নেই।
পূর্বের আছে দুটি প্লান্ট:
কোম্পানিটি বস্ত্র খাতের হলেও তাদের বহরে আরও দুটি প্লান্ট রয়েছে। এর মধ্যে একটি হলো এইচএফও এবং অন্যটি হলো সৌর পাওয়ার প্লান্ট।
প্যারামাউন্ট বিটেক এনার্জি: সিরজাঞ্জের বাগাবাড়িতে এইচএফও ২০০ মেগওয়াটের একটি পাওয়ার প্লান্ট রয়েছে। এই কোম্পানির ৪৯ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডে।
প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ডায়নামিক সান এনার্জি পাওয়ার লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনার সিদ্ধান্ত নিয়েছে। গত ১১ এপ্রিল কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্র মতে, পাবনা সদরের ভবানীপুর ও রতনপুর মৌজায় ডায়নামিক সান এনার্জি পাওয়ার ১০০ মেগওয়াট সৌর পাওয়ার প্লান্ট করছে। এই কোম্পানিরর ৪৯ শতাংশ অধিগ্রহণ করবে প্যারামাউন্ট টেক্সটাইল। প্লান্টি করার জন্য খরচ হবে এক হাজার তিনশত কোটি টাকা। এই প্লান্টের মেয়াদ হবে ২০ বছর।
আর্থিক অবস্থা:
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ৬০ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৬ দশমিক ৪০ শতাংশ শেয়ার।
৩০ জুন, ২০১৯ অর্থ বছেরর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। নগদ ১৫ শতাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২৬ পয়সা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.