আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ অগাস্ট ২০২২, শুক্রবার |

kidarkar

ডিএসইতে বিদেশি বিনিয়োগ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন

শাহ আলম নূর : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলিতে বিদেশি বিনিয়োগ অব্যাহত ভাবে হ্রাস পাচ্ছে। বর্তমানে বিদেশী বিনিয়োগ ২০২২ সালের জুন মাসে সাত বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

আইডিএলসি ফাইন্যান্স’র আগস্টে প্রকাশিত মাসিক ব্যবসায়িক পর্যালোচনা অনুসারে, চলতি বছরের জুনের শেষে ডিএসইতে বিদেশী মালিকানায় মোট ইকুইটি বাজার মূলধনের অবদান ৩.৯ শতাংশে। যা ২০১৫ সাল থেকে রেকর্ড করা হয়নি এমন একটি চিহ্নের নীচে নেমে গেছে।

সাত বছরের মধ্যে, ইক্যুইটি বাজার মূলধনের মোট বিদেশী মালিকানা ২০১৯ সালে সর্বোচ্চ ৬.৮ শতাংশে পৌঁছেছিল।

বুধবার ডিএসই মার্কেট মুলধন দাঁড়িয়েছে ৫,০৮,১০৯ কোটি টাকা। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদেশী মালিকানা সহ সমস্ত কোম্পানির মধ্যে, ২০২২ সালের জুন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ ৩৬.১ শতাংশ বিদেশী শেয়ার ছিল, এর দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মার ২৮.৬ শতাংশ।

তৃতীয় অবস্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ’র বিদেশী মালিকানায় রয়েছে ২৫.৭ শতাংশ, রেনাটা লিমিটেড’র ২২.৯ শতাংশ, ইসলামী ব্যাংক’র ২০.৬ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন’র (ডিবিএইচ) ১৯.৩ শতাংশ, বিএসআরএম লিমিটেড’র ১৭.৫ শতাংশ, স্কয়ার ফার্মা’র ১৩.৯ শতাংশ, রিং শাইন টেক্সটাইল’র ১০.২ শতাংশ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ’র ৯.৪ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক সময়ে পুঁজিবাজার অস্থির অবস্থার মধ্য দিয়ে পার করেছে। ঘন ঘন নীতি পরিবর্তন এবং মুদ্রার চাপের মধ্যে কম বিনিয়োগকারীদের অংশগ্রহণ সহ বিভিন্ন কারনে বিদিশি বিনুয়োগকারি তাদের উৎসাহ হারিয়েছে।

পুঁজিবাজারের পাশাপাশি আর্থিক খাতের অস্থিরতা শেয়ার বিক্রির বড় কারণ হতে পারে বলেও জানান তারা।

সাম্প্রতিক সময়ে, বিনিয়োগকারীরা কোভিড-১৯ মহামারী, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, মার্কিন ডলারের বিপরীতে টাকার ক্রমাগত অবমূল্যায়ন, বহিরাগত ঋণ নিয়ে উদ্বেগ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন সহ বিভিন্ন সমস্যা নিয়ে লড়াই করছে। .

এদিকে, ঢাকা শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীরা ২০২২ অর্থবছরে রেকর্ড ১৭৮০ কোটি টাকা প্রত্যাহার করেছে।

বাজার বিশ্লষকরা আরও উল্লেখ করেছেন যে পুঁজিবাজারে সুশাসনের অভাবের সাথে ব্যাংকিং কেলেঙ্কারির একটি সিরিজও পোর্টফোলিও বিনিয়োগকে নিরুৎসাহিত করেছে।

একজন শীর্ষ স্টক ব্রোকার বলেছেন, “আইপিও প্রক্রিয়া এবং সামগ্রিক বাজারের কার্যক্রমে স্বচ্ছতার অভাবের কারণে ভাল মৌলিক সংস্থাগুলি স্টক মার্কেটে তালিকাভুক্ত হতে চায় না।

“দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খুব কম (সাত থেকে আট) কোম্পানি রয়েছে যেখানে বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী।”

নাম প্রকাশ না করার শর্তে, অন্য একটি স্টক ব্রোকার বলেছেন, “বাজারে বিনিয়োগকারীদের আস্থার অভাবের ফলে স্থানীয় এবং বিদেশী বিনিয়োগকারীদের একইভাবে শেয়ার বিক্রি অব্যাহত রয়েছে।”

বিদেশি বিনিয়োগকারীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব ছিল, যা বাজারকে প্রাণবন্ত করার ক্ষেত্রে একটি বড় বাধা।

দেশের প্রিমিয়ার শেয়ারে বিদেশী বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ ২০১৩-১৪ অর্থবছরে সর্বকালের সর্বোচ্চ ২৪৯৪ কোটি টাকা ছিল।

শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মানিত অধ্যাপক আবু আহমেদ বলেন, “তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশির ভাগই সুশাসনের অভাবে ভুগছে। এই কোম্পানির স্পন্সর ডিরেক্টররা প্রায়ই বেনামে শেয়ার লেনদেন করে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে।

“তারা মিথ্যা আর্থিক প্রতিবেদন তৈরি করে। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ করবে না। ভালো কোম্পানিগুলোকে আকৃষ্ট করা, তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ করা এবং সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে নিয়ে আসা বাজারের বৃদ্ধিতে সাহায্য করবে।”

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.