চাকুরির শেষ মূহুর্তে অবরুদ্ধ অগ্রণী ব্যাংকের এমডি
নিজস্ব প্রতিবেদক: প্রমোশনের দাবিতে দায়িত্বের শেষ দিনে কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা অবরুদ্ধ হয়েছেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস উল ইসলাম। এসময় ব্যাংকটির চেয়ারম্যানকেও অবরুদ্ধ করা হয়। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ থাকেন তারা।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছিল ব্যাংকের প্রধান কার্যালয়ে।
জানা গেছে, ব্যাংকটিতে কর্মরতদের মধ্যে গ্রাম ও শহরের কর্মকর্তা-কর্মচারীদের মার্কের ব্যবস্থা রয়েছে। শহরের তুলনায় গ্রামে কর্মরতদের মার্ক বেশি হওয়ায় প্রমোশনের সংখ্যাও সেখানে বেশি। সে তুলনায় শহরের কর্মরতদের মার্ক তেমন নেই। মার্কের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে একাডেমিক ডিগ্রিতে যাদের চারটা ফাস্ট ক্লাস আছে। এ কারণে ২০১৮ সালের পর থেকে অনেক কর্মকর্তা প্রমোশন পাননি।