বাংলাদেশ ব্যাংকের সাথে বাংলাদেশ ফাইন্যান্সের রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সাথে বাংলাদেশ ফাইন্যান্সের ‘কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (সিএমএসএমই) মেয়াদী অর্থায়নের বিপরীতে রিফাইন্যান্সিং স্কিম’ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাসের, নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক, এসএমই বিভাগের পরিচালক মো. জাকের হোসেইন, বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, হেড অব এসএমই অ্যান্ড সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেনসহ অন্যরা।
চুক্তিনুযায়ী এখন থেকে সিএমএসএমই উদ্যোক্তারা বাংলাদেশ ফাইন্যান্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের আওতায় স্বল্প মুনাফায় মেয়াদী বিনিয়োগ পাবেন। বিশেষ করে ‘কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ মুনাফায় মেয়াদী বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।