বাংলা কারস থেকে গাড়ী ক্রয়ে ঋণ দিবে ইবিএল
নিজস্ব প্রতিবেদক : দেশীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাংলা কারস থেকে নতুন গাড়ী ক্রয় করার জন্যে ঋণ সুবিধা দিবে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। এছাড়াও ইবিএল গ্রাহকদের জন্য খুচরা যন্ত্রাংশ ক্রয় এবং পরিষেবায় বিশেষ মূল্যছাড় দিবে বাংলা কারস।
সম্প্রতি ঢাকায় ইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বাংলা কারসের স্বত্তাধিকারী জাকির হোসেন একটি অর্থায়ন সুবিধা চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়াও ইবিএল ফ্লিট ফাইন্যান্সিং কর্মসূচীর আওতায় ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে একসঙ্গে অনেকগুলো গাড়ী কেনার জন্যও ঋণ সুবিধা দেওয়া হবে।
ইবিএল হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, হেড অব অ্যাসেট তাসনিম হোসেন, হেড অব রিটেইল অ্যাসেট মো. সাবু মুন্সী এবং বাংলা কারসের বানিজ্যিক বিভাগ প্রধান এম. বদরুল ইসলামসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।