আজ: সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ইং, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ অগাস্ট ২০২২, শুক্রবার |

kidarkar

মুক্তি পেয়েছে ব্রিটনি স্পিয়ার্স ও এলটনের ‘হোল্ড মি ক্লোজার’

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে মার্কিন পপস্টার ব্রিটনি স্পিয়ার্স ও কিংবদন্তী ব্রিটিশ পপ সংগীতশিল্পী স্যার এলটন জনের গাওয়া ‘হোল্ড মি ক্লোজার’গানটি। শুক্রবার (২৬ আগস্ট) গানটি মুক্তি পায়।

গানটি এরই মধ্যে সুপার হিট হয়েছে।

সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি থেকে জানা যায়, হোল্ড মি ক্লোজার জনের ১৯৭১ সালের ক্লাসিক হিট গান। এটি নতুন করে রেকর্ড করা হয়েছে।

গানটি গত বছরের হিট গান ‘কোল্ড হার্ট (পিএনএইউ রিমিক্স)’-এর কথা মনে করিয়ে দেয়। যদিও জন গত কয়েক বছরে নতুন মিউজিক রিলিজ করেছেন। ২০২১ সালে জন এলটন তার ১৬টি গানের ‘দ্য লকডাউন সেশনস’অ্যালবাম বের করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.