ডিএসইর এমডির দায়িত্ব পাচ্ছেন সাইফুর রহমান
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ। আগামী দুই সপ্তাহের মধ্যে এ পদত্যাগপত্র কার্যকর হবে। এরপর নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সাইফুর রহমান মজুমদার।
ডিএসইর চেয়ারম্যান ইউনূসুর রহমান সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন এমডি নিয়োগের জন্য শিগগিরই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ডিএসইর কর্মকর্তাদের পদোন্নতিসহ পরিচালনা পর্ষদের সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ হওয়ায় গত সোমবার (২৩ আগস্ট) বোর্ড চেয়ারম্যানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তারিক আমিন ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার বোর্ড ওই পদত্যাগ গ্রহণ করেছে।