অধ্যাপক জেমস জে এনজেল এর সাথে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক জেমস জে এনজেল, পিএইচডি, সিএফএ ২৮ আগস্ট ২০২২ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলের ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া, প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ। প্রধান পরিচালন প্রধান পরিচালন কর্মকর্তা অধ্যাপক জেমসকে ডিএসই’র অপারেশনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন এবং যুক্তরাষ্ট্রের বাজার সম্পর্কে জানতে চান। সহযোগী অধ্যাপক জেমস জে এনজেল ডিএসই’র বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করেন ও ডিএসই’র কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া জনাব জেমস জে এনজেলকে শুভেচ্ছা স্বরূপ একটি ক্রেস্ট প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শফিকুর রহমান ও মোঃ আব্দুর রাজ্জাক।