আমেরিকায় ড. সেলিমকে সিইউএএএমকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ-কে যুক্তরাষ্ট্রস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, মিশিগান (সিইউএএএম) কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনটি ২৮ আগস্ট মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে ড. সেলিম ও প্রফেসর ড. রবীন্দ্র নাথ শীল-কে এ সংবর্ধনা প্রদান করে।
সিইউএএএমএর সভাপতি সৈয়দ মইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে হ্যামট্রামক সিটির ডেপুটি মেয়র কামরুল হাসান, জিএম ব্যবস্থাপক কামরুল হাসান চৌধুরী, মো. লুৎফুল বারী নিয়ন, মোহাম্মদ আফতাব, ওলিউর রহমান, সাহেদুল ইসলাম এবং নুসরাত সবনম প্রমুখ এসময় বক্তব্য রাখেন।
বৃহত্তর চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে জাহেদ মিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সংবর্ধিতদের স্বাগত জানান। হাসিব ভূইয়া, মিস নিপা, ড. জাকির, সাংবাদিক শফিক রহমানসহ সিইউএএএম-এর উল্লেখযোগ্য সংখ্যক আজীবন সদস্য এবং অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি হিসেবে তাঁর প্রতিক্রিয়ায় ড. সেলিম সংক্ষিপ্ত সময়ে আয়োজিত সুন্দর এ অনুষ্ঠানের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রাক্তন ছাত্রদের বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ আখ্যা দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
সংগঠনটির সচিব লুৎফর রহমান সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।