ব্র্যাক ইপিএলের পুঁজিবাজার সচেতনতা কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগ সচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তার নতুন ব্রাঞ্চ বনশ্রীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বনশ্রী এলাকার বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
তাছাড়া এ আয়োজনে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চীফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমানসহ আরো অনেক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববাজারের অস্থিতিশীল অবস্থায় আয়ের দ্বিতীয় উৎস হিসেবে বিনিয়োগের পরামর্শ দেন। তাছাড়া বিনিয়োগের ক্ষেত্রে পুঁজিবাজারের পাশাপাশি ডিপিএস, বন্ড প্রভৃতির মাধ্যমে ব্যালেন্স পোর্টফোলিও তৈরির কথাও বলেন।