আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার |

kidarkar

ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা ‘আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্মরত ফ্রিল্যান্সারদের উপার্জিত আয় বিদেশ থেকে দ্রুত, নিরাপদে ও নির্বিঘ্নে তাঁদের নিজ একাউন্টে নিয়ে আসতে এবং একই সাথে তাঁদের সকল প্রকার ব্যাংকিং সেবা প্রদানে আইএফআইসি ব্যাংক চালু করল বিশেষ সেবা ‘আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ’। এ উপলক্ষে রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি-র চেয়ারম্যান ড. তানজিবা রহমান, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস)-এর প্রতিনিধিগণ, ফ্রিল্যান্সারবৃন্দ, নানা গুণীজন ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সালমান এফ রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। কোভিড-১৯ মহামারির সময়ে যখন বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছিল, তখন আমরা টিকে থাকতে পেরেছি, কারণ আমরা ডিজিটাল দেশে পরিণত হতে পেরেছি। এখন আমাদের স্মার্ট বাংলাদেশ হবার সময়, ৪র্থ ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব হতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স রোবোটিক্স, ইন্টার্নেট অব থিংস, মেশিন লার্নিং ইত্যাদি প্রযুক্তির ব্যাপারে আমাদের প্রস্তুত হতে হবে। এই ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগে ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি ছিল না।

আমি প্রধানমন্ত্রীর আদেশক্রমে এবং আইসিটি বিভাগ ও বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহযোগিতায় এই লক্ষ্যে কাজ করেছি এবং তাঁদের একটি আইডি সিস্টেম চালু করতে সক্ষম হয়েছি। আজ এই একাউন্টের মাধ্যমে ফ্রিল্যান্সারদের ইনকাম হিস্ট্রি তৈরি হবে, ফলে ফ্রিল্যান্সাররা নানা ব্যাংকিং সুবিধা গ্রহণ করে নিজের এবং দেশের উন্নতি সাধন করতে পারবে। আজকের ফ্রিল্যান্সাররা আগামীর উদ্যোক্তা, সেই লক্ষ্যেই সহযোগিতার হাত নিয়ে সব সময় আপনাদের পাশে থাকবে আইএফআইসি ব্যাংক। আপনাদের পরিশ্রমেই ভবিষ্যতে গার্মেন্টস খাতের মতো আইসিটি খাত থেকে সমান পরিমাণ বৈদেশিক আয় অর্জন করা সম্ভব হবে।

বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি বা বিএফডিএস-এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান বলেন, আমাদের দেশে প্রায় সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সার সক্রিয়ভাবে কাজ করছেন। তাদের অনেকেই উপার্জিত বৈদেশিক আয় দেশে নিজ একাউন্টে স্থানান্তর করতে অনেক সময়ই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আশা করছি ‘আইএফআইসি ফ্রিল্যান্সার সার্ভিস প্যাকেজ’ চালু হওয়ার ফলে এই সব সমস্যা আর থাকবেনা।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সর্ব স্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা। সেই ধারাবাহিকতায় এই ফ্রিল্যান্সার ব্যাংকিং প্যাকেজের যাত্রা শুরু হলো। সারা দেশে ১২০০-এরও বেশি আইএফআইসি ব্যাংক শাখা-উপশাখা আছে, কাজেই সারা দেশে ছড়িয়ে থাকা ফ্রিল্যান্সাররা সহজেই এই ব্যাংকিং সুবিধা গ্রহ ণকরতে পারবেন। এখন উপার্জিত আয় দ্রত, সহজে ও নির্বিঘ্নে নিজ ব্যাংক একাউন্টে নিয়ে আসার পাশাপাশি নিজ নিজ কাজের প্রয়োজনে ক্রস বর্ডার ই-কমার্স লেনদেন করতে পারবেন সহজে।

আইএফআইসি-র এই ব্যাংকিং সার্ভিস প্যাকেজে থাকছে এক্সপোর্ট রিটেনশন কোটা (ERQ) একাউন্ট, এই ERQ একাউন্টের ইউএস ডলারের বিপরীতে ফ্রিল্যান্সাররা পাবেন ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এবং আইএফআইসি আমার একাউন্ট, যার বিপরীতে পাবেন আইএফআইসি আমার কার্ড- ভিসা ইন্টারন্যাশনাল ক্রস কারেন্সি ডেবিট কার্ড।

দেশ জুড়ে ১২০০+ আইএফআইসি ব্যাংক শাখা-উপশাখায় পাবেন ওয়ান স্টপ সার্ভিস সুবিধা এবং ফ্রিল্যান্সারদের জন্য ডেডিকেটেড সার্ভিস কাউন্টার। পাবেন নিজ ব্যাংক একাউন্ট থেকে সরাসরি বিকাশ, নগদ ইত্যাদি এমএফএস লেনদেনের সুবিধা। জমানো টাকায় দৈনিক হারে এফডিআর-এর মতো আর্কষণীয় মুনাফা পাবেন ও মাস শেষে তা উত্তোলন করতে পারবেন। প্রয়োজনে পাবেন তাৎক্ষণিক ঋণ সুবিধা। আইএফআইসি আমার কার্ড দিয়ে সারা দেশে যেকোনো ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন একদম ফ্রি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.