ইবিএল- ওয়ান্ডার উমেন চুক্তি
নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) নারী গ্রাহকরা ভ্রমনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ান্ডার উমেন-এর বিভিন্ন সেবায় মূল্যছাড়সহ অন্যান্য সুবিধা ভোগ করবেন। ইবিএল উমেন ব্যাংকিং এবং ওয়ান্ডার উমেন ভ্রমনপিপাসু নারীদের আর্থিক শিক্ষা ও ব্যাংকিং সেবা ব্যবহার বিষয়েও যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি ঢাকায়, ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ওয়ান্ডার উমেন-এর প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরীন সাবা এতদ্বসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
ইবিএল বিজনেস প্রধান সৈয়দ জুলকার নায়েন, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক, উমেন ব্যাংকিং-এর ভারপ্রাপ্ত প্রধান নাতাশা কাদির এবং ওয়ান্ডার উমেন-এর পার্টনারশীপ ম্যানেজার হুমায়রা রশিদ এসময় উপস্থিত ছিলেন।