সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে বিদেশগামী রেমিট্যান্স যোদ্ধাদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স
প্রেরণে উদ্বুদ্ধ করতে “ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, নিজের ও দেশের সমৃদ্ধি বাড়া“ শীর্ষক এক আলোচনা ও মত বিনিময় সভা সম্প্রতি রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশিষ্ট জনশক্তি রপ্তানিকারক মোঃ সফিকুর রহমান কিরণ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চিফ রেমিট্যান্স কর্মকর্তা এবং প্রায়োরিটি ব্যাংকিং ইউনিটের প্রধান মোঃ মোশাররফ হোসাইন। এসময় সোশ্যাল ইসলামী ব্যাংকের মহাখালী শাখার ব্যবস্থাপক মোঃ নুরুল আলম সহ শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির প্রধান সোপান রেমিট্যান্স। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সে গড়ে ওঠা স্তম্ভে মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত। তিনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর সুফল সম্পর্কে বিদেশগামীদের অবগত করেন। প্রধান আলোচকের বক্তব্যে ব্যাংকের চিফ রেমিট্যান্স কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে সোশ্যাল ইসলামী ব্যাংক সর্বদা তাদের পাশে থাকবে এই প্রত্যয় ব্যক্ত করে প্রবাসীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে দুবাইগামী ২৫০ তরুণ-তরুণী উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে এসআইবিএল -এ একাউন্ট খোলেন এবং নিজের হিসেবে রেমিট্যান্স পাঠানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।