অক্টোবর থেকে ওএমএসে প্যাকেটে আটা বিক্রির পরিকল্পনা
আগামী ১ অক্টোবর থেকে সরকারের খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমে আটা প্যাকেটে বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, ওএমএসে আটা প্যাকেট করে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। এতে দাম একটু বেশি পড়তে পারে। তবে, বাজারে আটা যে দামে বিক্রি হচ্ছে, তার অর্ধেক দামে বিক্রি করা হবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
মন্ত্রী বলেন, গম শিপিং শুরু হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে খোলা বাজারে আটা বিক্রি কার্যক্রম শুরু হবে। সিটি করপোরেশন থেকে শুরু করে জেলা পর্যায়ে যেসব ডিলার আছে তাদের এক টন করে আটা দেওয়া হবে।