শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীর শিক্ষা ব্যবস্থা হবে সৃজনশীল ও আনন্দময়, থাকবে না বইয়ের অতিরিক্ত চাপ।
আজ (বুধবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (বিআইসিসি), বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ১ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাবর্তনে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ ও এফবিসিসিআইএয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম এবং বিজিএমইএ’র নেতারা। অনুষ্ঠানে ৫ হাজার ৬৯১ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, অতিরিক্ত পরীক্ষার চাপ ও সনদ নির্ভরতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। নতুন শিক্ষা ব্যবস্থা হবে অভিজ্ঞতানির্ভর। প্র্যাকটিক্যাল শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে।