আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

রোববার থেকে আবারও প্রি- ওপেনিং সেশন চালু

শেয়ারবাজার রিপোর্ট: আগামি ২৫ সেপ্টেম্বর রোববার থেকে স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন শুরু হওয়ার আগে আবারও প্রি-ওপেনিং সেশন চালু করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এবার প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছে ৫ মিনিট।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিএসইসির সহকারি পরিচালক মো. মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

এর ফলে আগামী ২৫ সেপ্টেম্বর রোববার থেকে সকাল ৯ টাকা ২৫ থেকে ৯টা ৩০ মিনিট লেনদেন শুরুর আগেই শেয়ার কেনা-বেচার অর্ডার দিতে পারবেন বিনিয়োগকারীরা। কিন্তু লেনদেন যথারীতি শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত।

এর আগে কারসাজির ঘটনায় চলতি বছরের ১৯ মে প্রি-ওপেনিং সেশন বাতিল করে বিএসইসি। ওই সময়ে প্রি-ওপেনিং সেশন ছিল ১৫ মিনিট। তখন প্রি-ওপেনিং সেশন বাতিলের কারণ হিসেবে কমিশনের পক্ষ থেকে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং ইঞ্জিনের সক্ষমতা বাড়ানো হয়েছে। তাই সক্ষমতা বাড়ার বিষয়টি যাচাই করে দেখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.