ইবিএল কার্ডদারীদের জন্য বিশেষ সুবিধা
নিজস্ব প্রতিবেদক : ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারীদের জন্য ডাইনিং, স্পা ও লন্ড্রীসহ অন্যান্য সেবায় বিশেষ সুবিধা প্রদান করবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
সম্প্রতি ঢাকার এতদ্বসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল ডিএমডি এবং রিটেল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জিএম অশ্বনি নায়ার।
অনুষ্ঠানে ইবিএল অলটারনেট চ্যানেল প্রধান রবি শংকর পারিয়াল, ব্যাংকাস্যুরেন্স এবং স্টুডেন্ট ও রিটেইল প্রপোজিশন প্রধান মো. বিন মাজিদ খান; ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ভারপ্রাপ্ত হেড অব অপারেশন্স রেজওয়ান মুরাদ, ডাইরেক্টর- মার্কেটিং এন্ড বিজনেস প্রমোশন শহিদুস সাদেক এবং ডাইরেক্টর-ফাইন্যান্স এন্ড বিজনেস সাপোর্ট মো. কামাল হোসেন মোরশেদ প্রমূখ উপস্থিত ছিলেন।