২০২১ সালে বিশ্বে ২০০ পরিবেশবাদী হত্যার শিকার
আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে বিশ্বে ২০০ পরিবেশবাদীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৫৪ জনকে মেক্সিকোতেই হত্যা করা হয়। বেসরকারি সংস্থা গ্লোবাল উইটনেসের প্রতিবেদনে দেশটিকে পরিবেশবাদীদের জন্য ভয়ঙ্কর জায়গা বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এসব হত্যাকাণ্ডের তিন-চতুর্থাংশ ঘটেছে ল্যাটিন আমেরিকায়। কলম্বিয়া, ব্রাজিল ও নিকারাগুয়ায় ১০ জন করে হত্যার শিকার হয়েছেন।
গত তিন বছর ধরেই মেক্সিকোতে পরিবেশবাদীদের হত্যার ঘটনা বাড়ছে। ২০২০ সালে দেশটিতে ৩০ জন পরিবেশকর্মী হত্যার শিকার হন।
গ্লোবাল উইটনেস প্রতিবেদনটিকে একটি ভিত্তিরেখা হিসেবে বিবেচনা করে জানিয়েছে যে হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের তথ্য একটি অবমূল্যায়ন হতে পারে। কারণ অনেক হত্যার ঘটনা হিসাবের বাইরে রয়ে গেছে, বিশেষ করে গ্রামাঞ্চলে ও বিশেষ কিছু দেশে।
তাছাড়া ২০২০ সালে সারাবিশ্বে ২২৭ জন পরিবেশবাদী হত্যার শিকার হন। এসময়ও নিহতদের তিন চতুর্থাংশই ল্যাটিন আমেরিকার দেশগুলোর নাগরিক ছিল।
২০২০ সালে সবচেয়ে বেশি ৬৫ জন পরিবেশকর্মীর মৃত্যু হয় কলম্বিয়ায়। দক্ষিণ আমেরিকার অন্যান্য কয়েকটি দেশেও রেকর্ড সংখ্যক পরিবেশকর্মীর মৃত্যু হয়। ওই মহাদেশে হত্যার শিকার বেশিরভাগ পরিবেশকর্মী ভূমি ও পরিবেশ রক্ষার ব্যাপারে সোচ্চার ছিলেন।