স্বপ্ন এখন সাভারের বাইপাইল বাসস্ট্যান্ডে
নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এখন সাভারের বাইপাইল বাসস্ট্যান্ডে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম , বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম, স্বপ্নর রিজিওনাল ম্যানেজার অব অপারেশন মোহাম্মদ সাজিদ আহমেদ, আউটলেট ম্যানেজার মোহাম্মদ যায়েদ মিশুকসহ অনেকে।
এটি স্বপ্নের ২৪৭ তম আউটলেট। স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। সাভারের বাইপাইলে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।
স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।
নতুন এই আউটলেটের ঠিকানা : আর এম এস ট টাওয়ার, বাইপাইল বাসস্ট্যান্ড, ঢাকা আশুলিয়া মহাসড়ক, সাভার,ঢাকা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার ০১৩১৩-০৫৪৮৮২ ।