সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ইস্টার্ন হাউজিং
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৫ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৮৩ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৬ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ০৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৭ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিবিএসের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫৪ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩০ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এডিএন টেলিকমের ১৬.৮০ শতাংশ, ইন্ট্রাকোর ১৩.৯৬ শতাংশ, বিডিকমের ১০.৬৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১০.০৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯.১৭ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৮.৬৮ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর ৭.৮০ শতাংশ বেড়েছে।