রাশিয়া দিয়েছে ভেটো, ভোট দেয়নি চীন-ভারত
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চার অঞ্চল নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। এই ঘটনার নিন্দা জানিয়ে প্রস্তাব আনা হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। আর সেই প্রস্তাবের বিপক্ষে ভেটো দিয়েছে রাশিয়া।
সরাসরি এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান না নিলেও রাশিয়ার নিন্দা করতে সম্মত হয়নি চীন ও ভারত। তাই দেশ দুটি ভোট দানে বিরত থেকেছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে এই নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। শুক্রবার এই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের বাকি সদস্যদের সায় চাওয়া হয়। যাতে দ্রুত ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের বিষয়টিও ছিল।
যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার যৌথভাবে আনা এই প্রস্তাবে অধিকৃত অঞ্চলের গণভোটকেও অবৈধ দাবি করা হয়।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১০ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে চীন, গ্যাবন, ভারত ও ব্রাজিল ভোট দানে বিরত থাকে আর রাশিয়া ভেটো দেয়।
এর আগে খেরসন, ঝাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ককে নিজেদের বলে ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।