নিজস্ব প্রতিবেদক : সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ (এসবিএসি) এর ট্রেনিং ইনস্টিটিউটে বাংলাদেশ ব্যাংক, এডিবি এবং জাইকার পুনঃঅর্থায়ন প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এ.কে.এম ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক, পরিচালক মোঃ জাকির হোসেন এবং অতিরিক্ত পরিচালক চৌধুরী লিয়াকত আলী অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও অপারেশন্স ম্যানেজারগণ অংশ নেন।