কেউ গুজব ছড়াবেন না: তানজিন তিশা
বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নির্মাতা রায়হান রাফি নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। যদিও সিনেমার নাম ও নায়িকা কে থাকছেন এ বিষয়ে কোনো তথ্য দেননি নির্মাতা রাফি।
সিনেমার ঘোষণা দেয়ার পর শাকিবের নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এমন খবর একটি গণমাধ্যমে প্রকাশ হয়। এই খবরে বিব্রত ছোট পর্দার এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিশা লেখেন, ‘আমি যদি সিনেমা করি সেটাতো সুখবর! আর আমি যদি কখনও সিনেমা করি তা সবাইকে জানিয়ে করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ।