আজ: সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ইং, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ অক্টোবর ২০২২, বুধবার |

kidarkar

পাকিস্তানের সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে দূরেই থাকবে: বাজওয়া

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, রাজনীতি থেকে দূরেই থাকবে দেশের সশস্ত্র বাহিনী। এ বিষয়ে জাতিকে আশ্বস্ত করে তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও দূরেই থাকতে চায়।

মঙ্গলবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুধবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে জেনারেল কামার জাভেদ বাজওয়া আগামী দুই মাসের মধ্যে নিজের দ্বিতীয় দফার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর চলে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন এবং জানান, তিনি আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন।

পাকিস্তান দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, জেনারেল বাজওয়া মধ্যাহ্নভোজের আগে সেখানে ঘরোয়া সমাবেশে ভাষণ দেন এবং পরে নিজের অতিথিদের সাথে কথা বলার সময় অনানুষ্ঠানিক মন্তব্যও করেছিলেন তিনি।

বাজওয়া সেখানে বলেন, পাকিস্তানের রুগ্ন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজটি সমাজের সকল অংশের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। তিনি আরও বলেন, শক্তিশালী অর্থনীতি ছাড়া জাতি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে না।

পাকিস্তানি কূটনীতিকদের একটি বিশাল সংখ্যক দর্শকদের উদ্দেশ্যে দেওয়া নিজের ভাষণে বাজওয়া বলেন, ‘একটি শক্তিশালী অর্থনীতি ছাড়া কূটনৈতিক কোনো কর্মকাণ্ডও সুষ্ঠুভাবে চলতে পারে না।’

মধ্যাহ্নভোজের পর জেনারেল বাজওয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকের জন্য পেন্টাগনে যান বলেও জানিয়েছে দ্য ডন।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষান্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড জেমস অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব জেরেমিয়া সুলিভান এবং ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি রুথ শেরম্যানের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন জেনারেল বাজওয়া।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এসময় পাকিস্তানের সেনাপ্রধান মার্কিন কর্মকর্তাদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে পাকিস্তানে বন্যা দুর্গতদের উদ্ধার/পুনর্বাসনের জন্য ইসলামাবাদের বৈশ্বিক অংশীদারদের সহায়তা গুরুত্বপূর্ণ হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

সংবাদমাধ্যম বলছে, বন্যা ত্রাণ ও মানবিক সহায়তার হিসেবে যুক্তরাষ্ট্র চলতি বছর পাকিস্তানকে ৫৬.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে বৈঠকের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিপর্যয়কর বন্যার কারণে পাকিস্তানজুড়ে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাকিস্তানের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অ্যান্টনি ব্লিংকেন। চলতি বছর প্রায় ৫৬.৫ মিলিয়ন মার্কিন ডলার বন্যা ত্রাণ ও মানবিক সহায়তার পাশাপাশি অতিরিক্ত ১০ মিলিয়ন মার্কিন ডলারের খাদ্য নিরাপত্তা সহায়তার কথাও উল্লেখ করেছেন তিনি।’

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.