ডাচ্-বাংলা ব্যাংকের ২২৫তম ইন্দিরা রোড শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : ঢাকার ইন্দিরা রোডে, ফার্মগেট, শের-ই-বাংলা নগর, ঢাকা (ম্যানচেস্টার প্লাজা- ২য় ও ৩য় তলা, হোল্ডিং নং-৫/বি) ডাচ্-বাংলা ব্যাংকের ২২৫তম শাখার শুভ উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আবুল কাশেম শিরিন আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এ শাখার উদ্বোধন করেন। নতুন শাখার সুষ্ঠু পরিচালনা এবং দেশের অগ্রগতি ও ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী দিন থেকেই ডাচ্-বাংলা ব্যাংকের অনান্য শাখার মত এ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম সার্ভিস, রিটেল, এসএমই এবং কর্পোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিট্রেন্স সার্ভিস প্রদান করছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শিল্পপতিগণ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও সহিদুর রহমান খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও আবেদুর রহমান সিকদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিসিবিও এহতেশামুল হক খান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।