আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অক্টোবর ২০২২, শনিবার |

kidarkar

ইডিইউর শিক্ষার্থী নিয়োগে ক্যাম্পাসে কেডিএস গ্রুপ

নিজস্ব প্রতিবেদক ; বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পর্যায়ে এসে নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হয়ে ওঠে শিক্ষার্থীরা। কোন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করবে বা কিভাবে আবেদন করবে, এমন নানা ভাবনা তাদের পেয়ে বসে। তেমনই চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো তাদের কাঙ্ক্ষিত দক্ষতাসম্পন্ন প্রার্থী খুঁজে পায় না অনেক সময়। দু’পক্ষের এমন সমস্যার সমাধানে সহযোগী হিসেবে কাজ করছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।

বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের উদ্যোগে স্বনামধন্য প্রতিষ্ঠান কেডিএস গ্রুপ তাদের ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগের জন্য সম্প্রতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেছে। ইডিইউর বাছাইকৃত ৫০জন শিক্ষার্থী এতে অংশ নেয়। সকালে লিখিত পরীক্ষা শেষে সাক্ষাৎকার পর্ব শুরু হয়। কেডিএস গ্রুপের পক্ষ থেকে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন এইচআর এন্ড এডমিন হেড সাইফুল আবেদিন, ম্যানেজার সুবির দাস, সিনিয়র এক্সিকিউটিভ গুঞ্জন দেব, ফারজানা আকতার, সুচরিত দত্ত, ফারজানা সুলতানা ও রিপন সিকদার।

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, চট্টগ্রামের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অন-ক্যাম্পাস ইন্টারভিউ আয়োজনের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ নানা পদে আমাদের শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর চাহিদা মেটাতে সর্বাধুনিক দক্ষতায় শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে ইডিইউতে, যা দেশের দক্ষ জনবলের চাহিদা মেটাচ্ছে। দেশের সকল বড় প্রতিষ্ঠানের পাশাপশি বিদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে ইডিইউর গ্র্যাজুয়েটরা কর্মরত আছে।

সাইফুল আবেদিন বলেন, ইডিইউর শিক্ষার্থীরা অত্যন্ত স্মার্ট ও দক্ষ। সবচেয়ে বড় কথা, তারা প্রত্যেকেই নিজেদের সক্ষমতা সম্পর্কে জানে। একাডেমিক পড়ালেখার বাইরে বিভিন্ন সফটস্কিলে তাদের নৈপুণ্য প্রকাশ পেয়েছে। তাদের সাথে কথা বলে আমরা অত্যন্ত চমৎকৃত হয়েছি। ফলে, নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করতে আমাদের বেগ পেতে হয়েছে। ইডিইউর শিক্ষার্থীরা শুধু কেডিএসই নয়, দেশের যে প্রতিষ্ঠানের জন্যই সম্পদ হয়ে উঠবে।

ইডিইউর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান আগতদের ধন্যবাদ দিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের অন্যতম অংশীদার হলো কেডিএস গ্রুপ। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়োগদানের উদ্দেশ্যে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন আমাদের অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। দিনব্যাপী নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.