নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক উদ্যোক্তা পরিচালক রেজাকুল হায়দারের শেয়ার হস্তান্তর করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালকের সর্বমোট ২৮ লাখ ৩৬ হাজার ৩৩৫ টি শেয়ার রয়েছে। শেয়ারগুলো আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদ অনুযায়ী তার উত্তরসূরিদের মধ্যে স্থানান্তর করা হবে।উদ্যোক্তা পরিচালক রেজাকুল হায়দার ২০২১ সালের ২৩ এপ্রিল মারা যান।