ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সীতাকুণ্ড শাখার শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সীতাকুণ্ড শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত শাখার উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন, সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক কাজী মুহাম্মদ আসিফ আমান, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সীতাকুণ্ড কামিল এম. এ মাদ্রাসার সহ-সভাপতি আবুল কালাম ও সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
সীতাকুণ্ড শাখাটি সিকিউর সিটি, হোল্ডিং নং # ২৮৪ সড়ক নং # ০১, মহাদেবপুর, সীতাকু- বাজার, সীতাকুণ্ড, চট্টগ্রামে উদ্বোধন হয়।