কর্ণফুলীতে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার
কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেল ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, বুধবার দিবাগত রাত থেকে বৃস্পতিবার চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহর এবং আরেকজন ডক কর্মচারী রহমতের বলে ধারণা করা হচ্ছে।
অন্য দুইজনের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কর্ণফুলী শাহ আমানত সেতুর নিচ থেকে বৃহস্পতিবার সকালে তিনটি এবং রাতে পতেঙ্গা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। জাহাজটি ডুবে যাওয়ার সময় নদীতে লাফ দিলে তারা স্রোতের টানে তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেলটি ডুবে যায়।
সদরঘাট নৌথানার ওসি একরাম উল্লাহ জাগো নিউজকে বলেন, এফভি মাগফেরাতকে ডকে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ২নং বয়ারের সঙ্গে লেগে জাহাজটি ধীর ধীরে ডুবে যায়।
এদিকে ফিশিং ভেসেল ডুবির ঘটনা তদন্তে নৌ বাণিজ্য দফতর থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।