বড় পতন শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক : আগের কার্যদিবসের মতো সোমবারও (১৭ অক্টোবর) পতন হয়েছে শেয়ারবাজারে। তবে আজকে বড় পতন হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৪৪ পয়েন্ট বা ১.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪১৩.০১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৩৯ বা ০.৮০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২১.৪৩ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৬.৭৭ পয়েন্টে এবং দুই হাজার ২৭৭.৩৪ পয়েন্টে।
ডিএসইতে আজ এক হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৫ কোটি ২৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬টির বা ৭.২০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৩টির বা ৪২.৩৮ শতাংশের এবং ১৮২টির বা ৫০.৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৮.৭১ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭১.০৯ পয়েন্টে। সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ১০৯টির আর ৮১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।