আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ অক্টোবর ২০২২, বুধবার |

kidarkar

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

রাকুতেন ভাইবারের মিলবে খেলার লাইভ আপডেট

নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ উপলক্ষে টানা দ্বিতীয় বছরের মতো একটি ক্যাম্পেইন চালু করেছে রাকুতেন ভাইবার! মাসব্যাপী এ ক্যাম্পেইনটিতে ব্যবহারকারীরা অ্যাপটির বহুল প্রত্যাশিত ‘ক্রিকেট সুপারবট’ ফিচারের মাধ্যমে খেলার লাইভ আপডেট, ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী, বিভিন্ন মজাদার গেম খেলতে এবং পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাবেন।
গত দুই বছর ধরে ক্রিকেট ইন্ডাস্ট্রির সহায়তায় ধারাবাহিকভাবে কাজ করছে রাকুতেন ভাইবার। এ অ্যাপটি ক্রিকেট ফিয়েস্তাকে আরো উপভোগ্য করবে, যা ফ্যানরাও বেশ উপভোগ করবেন। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে, এ মেসেজিং অ্যাপটি এর বহুল প্রত্যাশিত ’ক্রিকেট সুপারবট’ চালু করেছে; একইসঙ্গে এতে বিভিন্ন অংশগ্রহণমূলক গেমও রয়েছে। নতুন এ সুপারবটটি অটোমেটেড ফিচারসমৃদ্ধ, যা ক্রিকেট ভাইবস চ্যানেলের অংশ।
’প্রেডিকশন’ শীর্ষক আয়োজনটির মাধ্যমে ফ্যানরা পুরো খেলার আদ্যোপান্ত (টস থেকে শুরু করে কোন দল কতো স্কোর করবে এবং ম্যাচের বিজয়ী কে হবে) সম্পর্কে অনুমান করতে পারবেন। প্রতিযোগিতা শেষে শ্রীলংকা, নেপাল, বাংলাদেশ এবং ভারতের শীর্ষ তিনজন সমর্থকের সম্মিলিত সর্বোচ্চ স্কোর এর বিবেচনায় ভাইবারের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
ভাইবার ব্যবহারকারীরা ভার্চুয়াল মাধ্যমে ক্রিকেট গেম খেলতে পারবেন এবং তাদের স্বাচ্ছ্যন্দদায়ক জায়গা থেকে রান করতে পারবেন। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ চলাকালীন সময়ে ব্যবহারকারীরা ক্রিকেট সুপারবট ফিচারের মাধ্যমে পছন্দের ক্রিকেটারের অসাধারণ ক্রিকেটীয় নৈপুণ্য উপভোগ করতে পারবেন; যা ব্যবহারকারীদের কাছে একদম বাস্তব মনে হবে।
এ নিয়ে রাকুতেন ভাইবারের অ্যাপেক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, “আমাদের প্রথম ক্রিকেট ফিয়েস্তা বেশ সফল হয়েছে; এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয়বারের মতো এ ক্যাম্পেইনটি চালু করেছি। গত বছরের আয়োজনে আমরা ফ্যানদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি, যা আমাদেরকে এ বছর আরো বিশাল কলেবরে ক্রিকেট সুপারবট চালু করতে অনুপ্রাণিত করেছে। এটি আমাদের চলমান উদ্যোগগুলোতে নতুন মাত্রা যোগ করবে। ক্রিকেট চ্যানেলে যুক্ত হয়ে চলতি বছর সহ আগামী বছরগুলোতেও আমরা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট উপভোগ করতে পারবো বলে আমি প্রত্যাশা করছি।”
এ ক্যাম্পেইন নিয়ে শ্রীলংকার সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গা বলেন, “এ ধরনের মেসেজিং অ্যাপ থেকে এর আগে আমি কখনো এ ধরনের অভিজ্ঞতা লাভ করেনি। ব্যবহারকারীদের নিবেদনকে ভাইবার যেভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে তাতে আমি অভিভূত। আগামী মাসে ফ্যানদের জন্য যে গেম ও কর্মকাÐগুলোর আয়োজন করা হয়েছে তা তারা উপভোগ করবে বলে আমি প্রত্যাশা করছি।”
ভাইবারের ক্রিকেট বিশ্বকাপ ২০২২ ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রিকেট ভাইবস চ্যানেল ও ক্রিকেট টকস এ থাকছে কাস্টম লেন্স, স্টিকার প্যাকস, ক্রিকেট ম্যাচের সময়সূচি। ফ্যানরা সুপারবট ফিচারে বিভিন্ন বিষয় উপভোগ করতে পারবেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের সাথে ভার্চুয়ালি বিশ্বকাপ উপভোগ করতে পারবেন!

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.