সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এডিএন টেলিকম
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৫ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৮ কোটি ৪৪ লাখ ৩১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৩ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ২১ লাখ ১৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৪ লাখ ২২ হাজার ৬০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আরামিটের ১৫.৮১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৫.০২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১৩.৬০ শতাংশ, সোনালী আঁশের ১৩.৩২ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১০.৫৩ শতাংশ, সোনালী পেপারের ৯.৬২ শতাংশ এবং রহিমা ফুডের শেয়ার দর ৬.৭৪ শতাংশ বেড়েছে।