পুঁজিবাজার উন্নয়নে বিএএসএম গুরত্বপূর্ণ ভুমিকা পালন করেছ
নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) গুরত্বপূর্ণ ভুমিকা পালন করেছ। এখান থেকে শিক্ষা নিয়ে বিনিয়োগকারিরা ঝুকিপূণ্য বিনিয়োগ থেকে বিরত থাকছে।
শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বক্তারা এসব কথা বলেন।
বিএএসএম’র মহাপরিচালক তৌফিক আহমেফ চৌধুরী বলেন, ২০১০ সালের ধসের পর সবাই বলেছিল রেগুলেশনের করে মার্কেট ঠিক করা যায় না। এজন্য শেয়ার বাজার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বিনিয়োগকারী এবং মার্কেটের সঙ্গে সাংবাদিকদের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে।।
তিনি বলেন এটা বাধ্যতামূলক নয় ফাইন্যান্স বা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকেই অর্থনীতি বিষয়ক সাংবাদিকতায় আসতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সাংবাদিকতার ধারণা। অনেক বড় বড় কলামিস্ট আছে যারা অর্থনীতি এবং পুঁজিবাজার নিয়ে লিখালিখি করেন। তাদের অনেককেই আমরা দেখেছি ফাইন্যান্স কিংবা ইকনোমিক ব্যাকগ্রাউন্ড এর না। আর আমরা যেহেতু বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা নিয়ে কাজ করছি তাই আমরা চাই পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত সাংবাদিকরাও শিক্ষিত হয়ে বাজারের জন্য কাজ করে যাবে।
সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান বলেন, সবার শিক্ষার প্রতি আগ্রহ আছে। সবার মধ্যে জানার আগ্রহ আছে, বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতার সবচে বড় ভূমিকা রাখে সাংবাদিকরা। অনেক কোম্পানির কারখানা বন্ধ হলেও প্রতিদিন শেয়ারের দাম ১০ টাকা বেড়ে যায়, এগুলো কীভাবে সম্ভব হয়। যদিও এগুলো সাংবাদিকদের কাজ না তারপরও তো আমাদের এগুলো খোঁজে বের করতে হবে সাংবাদিক হিসেবে।
তিনি বলেন বিভিন্ন মৌলভিত্তি কোম্পানির শেয়ারের দাম অনেক কম থাকে, কিন্তু অনেক বাজে শেয়ারের দাম অনেক বেড়ে যায়। যারা কারসাজির সঙ্গে যুক্ত তাদের খুব সহজ হয়ে যায় সাধারণ বিনিয়োগকারীদের বিপদে ফেলে দিতে। তাই আমরা সাংবাদিকদের দায়িত্ব এসব কারসাজির সঙ্গে সম্পৃক্ত সবাইকে খোঁজে বের করা।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ফ্রান্স -প্রেসের (এএফপি) দপ্তর প্রধান এম. শফিকুল আলম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
অনুষ্ঠিত এ কর্মশালায় সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী সহ বিভিন্ন অনলাইন পোর্টাল, দৈনিক পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।