শীর্ষ মানব সম্পদ পেশাজীবীদের সাথে আইসিএমএবির মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : মানব সম্পদ প্রফেশনাল এবং রিক্রুটিং এজেন্সি এর সাথে মতামত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের লক্ষ্য ছিল কর্পোরেট স্তরে সমন্বয়ের লক্ষ্যে একসাথে কাজ করার উদ্দেশ্যে দুটি পেশাজীবী গ্রুপের মধ্যে একটি সেতুবন্ধন।
আইসিডিডিআরবি, গ্রামীণফোন, কনকর্ড গ্রুপ, আমরা গ্রুপ, এক্স-ইনডেক্স গ্রুপ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, অ্যারিস্টোফার্মা লিমিটেড, সুপার স্টার গ্রুপ, স্কয়ার, এনরুট, প্রিমিয়ার সিমেন্ট, নিটল নিলয় গ্রুপ, ইবনে সিনা, রেনেটা লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, এনরুট ম্যানেজমেন্ট কনসাল্টিং (ইএমসি), মুন্সি মানব সম্পদ সলিউশন লিমিটেড এবং বিডিজবস টুডে ডট কম এর সিনিয়র মানব সম্পদ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
এসময় তারা বলেন, এখন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা শুধু প্রথাগত অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স পদে কাজ করেননা বরং তারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতাকে কাজে লাগাচ্ছেন।
অনুষ্ঠানে সিএমএ শিক্ষা, সিএমএ পেশা এবং বিভিন্ন সেক্টরে সিএমএদের অবদান নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন আইসিএমএবি-এর একাডেমিক অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকারিয়া মাসুদ এফসিএমএ। এতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের সামগ্রিক কার্যক্রম, বিশেষ করে একজন যোগ্য কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট-এর দক্ষতা ও কাজের অধিক্ষেত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে চাকরিপ্রার্থী ও নিয়োগকারিদের জন্য একটি গতিশীল ও ব্যবহারকারী বান্ধব জব পোর্টাল উদ্বোধন করা হয়, যা তাদের জন্য একটি হাব হিসেবে কাজ করবে। পোর্টালটি চাকরিপ্রার্থীদের সিভি পোস্ট করতে এবং নিয়োগকারিদের সঠিক কর্মী নির্বাচন করতে সহায়তা করবে।
আইসিএমএবি প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশীদ এফসিএমএ ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর উদ্ধৃতি দিয়ে মানব সম্পদ প্রধানদের তাদের প্রতিষ্ঠানে পেশাদার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের নিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, আইসিএমএবি বিশ্বমানের কোর্স কারিকুলাম বজায় রাখে এবং এর যোগ্যতা বিশ্ববাজারে স্বীকৃত। আইসিএমএবি-এর সদস্যরা দেশের বিভিন্ন সেক্টরের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও শীর্ষ পর্যায়ের পদে কাজ করছেন। IFAC, CAPA এবং SAFA-এর সদস্য সংস্থা হিসেবে আইসিএমএব-এর সদস্যরা তাদের নিজস্ব কর্মস্থলে সর্বোচ্চ স্তরের পেশাদারিত্ব নীতি ও আচরণবিধি বজায় রাখে। আইসিএমএবি সদস্যরা নিয়মিতভাবে ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত Continuing Professional Development (CPD)-এর মাধ্যমে পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশের সাথে সর্বদা তাদের জ্ঞান আপডেট করে। দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক সুবিধা পেতে বিদেশী পেশাদার নিয়োগ না করে দেশের পর্যাপ্ত সংখ্যক মেধাবী পেশাদার হিসাবরক্ষকদের মধ্য থেকে জনবল নিয়োগের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন বৈদেশিক মুদ্রা দেশে রাখার উপরও জোর দেন আইসিএমএবি প্রেসিডেন্ট।
বিশিষ্ট মানবসম্পদ নেতা, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এর প্রেসিডেন্ট এবং আইসিডিডিআরবি এর মানবসম্পদ ব্যবস্থাপনা প্রধান মোঃ মোশাররফ হোসেন বলেন যে সিএমএ’রা অনেক দক্ষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিবিধ পদের জন্য তারা খুবই উপযুক্ত।
এছাড়াও তিনি আইসিএমএবি জব পোর্টালের ভুয়সী প্রশংসা করে বলেন যে, পেশাজীবী সংস্থাগুলির মধ্যে এটা অনন্য। তিনি আশা প্রকাশ করেন যে পোর্টালটি নিয়োগকারিদের জন্য সঠিক কর্মী নির্বাচনে এবং চাকরিপ্রার্থীদের জন্য তাদের কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পেতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
- বিভিন্ন কর্পোরেট হাউস এবং রিক্রুটিং ফার্মের বিশিষ্ট মানব সম্পদ পেশাজীবীগণও অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং মতামত দেন যে, মানব সম্পদ লিডার এবং আইসিএমএবি-এর মধ্যে সহযোগিতা অবশ্যই দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভুমিকা রাখবে। সিএমএ এবং অন্যান্য পেশাজীবীদের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্ক প্রকৃতপক্ষে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সাহায্য করবে বলে তারা অভিমত প্রকাশ করেন।