আজ: সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ইং, ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অক্টোবর ২০২২, শনিবার |

kidarkar

মূসক পরামর্শক হিসেবে লাইসেন্স প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এবং তদধীনে প্রণীত বিধি-বিধানের আলোকে করদাতা ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের নতুন আইন ও বিধি-বিধানের সাথে পরিচিতকরণ এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিতকরণের মাধ্যমে করদাতাদের দোড়গোড়ায় ভ্যাট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় করদাতাদের সচেতন করা, আইন মেনে সঠিকভাবে ভ্যাট পরিশোধ ও অনলাইনভিত্তিক ভ্যাট ব্যবস্থার সুফল এবং করদাতাদের হয়রানি মুক্ত দাখিলপত্র পেশকরণসহ ভ্যাট বিষয় যাবতীয় কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা করার লক্ষ্যে মূসক আইনের অধীনে জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছর মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করে আসছে।

জাতীয় রাজস্ব বোর্ডের হাতকে শক্তিশালী করার জন্য ব্যক্তিগত উদ্যোগে ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও বিশেষজ্ঞ মূসক পরামর্শক তৈরী ও সেবা প্রদানে কাজ করে যাচ্ছে ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ট্রেইনিং হাউজ।

প্রতি বছরের ন্যায় এবারেও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেইনিং একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রাম এ বিগত (১৫ সেপ্টেম্বর) তারিখে মূসক পরামর্শক লাইসেন্সিং পরীক্ষা, ২০২২ অনুষ্ঠিত হয়। এবারের মূসক পরামর্শক লাইসেন্সিং পরীক্ষায় সমগ্র বাংলাদেশের সর্বমোট 508 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণের মধ্য হতে ১১৫ জনকে জাতীয় রাজস্ব বোর্ড চূড়ান্তভাবে লাইসেন্স প্রদানের জন্য মনোনীত করে। উত্তীর্ণদের মধ্যে ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ট্রেইনিং হাউজ, সেগুনবাগিচা, ঢাকা হতে ট্রেইনিং প্রাপ্ত লাইসেন্সির সংখ্যা ৭১ জন যা মোট লাইসেন্সির প্রায় ৬১ শতাংশ।

মূসক পরামর্শক লাইসেন্সিং পরীক্ষা, ২০২২ এ লাইসেন্সিগণের এ বিশাল সাফল্যে অনুপ্রাণিত হয়ে ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ট্রেইনিং হাউজ শুক্রবার (২১ অক্টোবর) এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।

এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে- নতুন লাইসেন্সিগণকে তাঁদের লক্ষ্য, উদ্দেশ্য এবং নিজেকে একজন অভিজ্ঞ হিসাবে গড়ে তোলার মাধ্যমে সঠিকভাবে দায়িত্ব পালন ও ভ্যাট প্রদানে মানুষকে সচেতন করা। ভ্যাট সম্পর্কে করদাতাদের মধ্যকার সৃষ্ট ভীতি দূর করা, ভ্যাট বিষয়ক সেবা কর দাতাদের নাগালের মধ্যে নিয়ে যাওয়া এবং করদাতা ও ভ্যাট কর্তৃপক্ষের মধ্যেকার দূরত্ব কমিয়ে আনার জন্য সেতুবন্ধন হিসাবে কাজ করার জন্য উদ্বুদ্ধ করা। সার্বিকভাবে সেবাধর্মী মনোভাব নিয়েই এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মূসক পরামর্শক লাইসেন্সিগণের মাধ্যমে করদাতাদের নতুন আইন ও বিধিবিধানের সুফলগুলো সম্পর্কে অবহিতকরণ ও প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেবা প্রদান, প্রক্রিয়া সহজীকরণ ও জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছানোর মাধ্যমে করের আওতা বৃদ্ধি এবং কর ফাঁকি রোধ করা গেলেই দেশে কর জিডিপি অনুপাত বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ রিপন মিয়া সিওও -ভিটিসি, অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিইও মোঃ আল আমিন এনবিআর সার্টিফাই আয়কর ও মূসক পরামর্শক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর এ কে এম সুলতান মাহমুদ, উপ কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড,ও মোঃ ইব্রাহীম হোসাইন, রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ান, রাজস্ব কর্মকর্তা সাকের আহমেদ, রাজস্ব কর্মকর্তা, আসিফ আহমেদ রাজস্ব কর্মকর্তা, লাল বাহাদুর অধিকারী, রাজস্ব কর্মকর্তা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্ত লাইসেন্সিগণসহ আরো অনেকে।

অনুষ্ঠানে হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে করদাতাগণ যেন তাদের রিটার্ন জমা দেয়ার পাশাপাশি সঠিক পদ্ধতিতে ও আইনানুগভাবে ভ্যাট পরিশোধ করতে ও এতদসংক্রান্ত সঠিক সেবা নিতে পারেন সেজন্য নিজেদের আরো শানিত করার পরামর্শ প্রদান করা হয়। তাদের সহায়তা করতে ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ট্রেইনিং হাউজ, সেগুনবাগিচা, ঢাকা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নতুন আইন একটি ব্যবসাবান্ধন আইন যার সঠিক ‍ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে এর সুফল সৎ ব্যবসায়ীরা পাবেন, কেননা এ আইন বাস্তবায়িত হলে ভ্যাট ফাঁকি দেয়ার সুযোগ কমে আসবে ফলে অসৎ ব্যবসায়ীদের জন্য যেমন তা অভিশাপ তেমনি সৎ ব্যবসায়ীদের জন্য তা আশির্বাদ হয়ে দেখা দিবে। আর সৎ ব্যবসায়ীদের সহযোগিতা প্রদানের জন্যই সবসময় পাশে আছে ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ট্রেইনিং হাউজ, সেগুনবাগিচা, ঢাকা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.