শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট কার্যালয়ে “নগদ বৈদেশিকমুদ্রার ক্রয়-বিক্রয়”কর্মশালার আয়োজন
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট প্রধান কার্যালয়ে “নগদ বৈদেশিকমুদ্রার ক্রয়-বিক্রয়”এর উপর এক কর্মশালার আয়োজন করা হয়।
ব্যাংকের যে সকল নন-এডি শাখার অনুকূলে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক সীমিত লাইসেন্স প্রদান করা হয়েছে সে সকল শাখার কর্মকর্তারা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার (সিওও) জনাব এম. আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
ব্যাংকের বিভিন্ন শাখা এবং করপোরেট প্রধান কার্যালয় থেকে মোট ২৯ জন কর্মকর্তাবৃন্দ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আব্দুলমজিদ, ব্যাংকেরসিপিসি-ঢাকার ইনচার্জ জনাব গালিবমাহমুদ, করপোরেট প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জনাব মোঃ রাশেদুল ইসলাম ও জনাব এএমএম সারওয়ার আলম চৌধুরী উপস্থিত ছিলেন।