এমটিবির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা-এ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।
অন্যান্যদের মধ্যে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস, মোঃ খালিদ মাহমুদ খান এবং রেইস উদ্দীন আহ্মাদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিশেষ দিনটি এমটিবি টাওয়ার এবং এমটিবির বিভিন শাখা ও উপশাখায় উদযাপিত হয়।
এই অনুষ্ঠানে, ব্যাংকের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, দীর্ঘ ২৩ বছর নিরবিচ্ছিন্নবাবে ব্যাংকের সাথে পথ চলা প্রতিষ্ঠাকালীন এমটিবিয়ানদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। একই সময় প্রতিষ্ঠাতাকালীন এমটিবিয়ানরা এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমানের হাতে এমটিবি ট্রেনিং ইন্সটিটিউটের লাইব্রেরির জন্য উল্লেখযোগ্য সংখ্যক বই উপহার হিসেবে তুলে দেন।