শাহ্জালাল ইসলামী ব্যাংক ও নেকমানি ট্রান্সফারের মধ্যে চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও নেকমানি ট্রান্সফারের সাথে রেমিট্যান্স বিষয়ে চুক্তি স্বাক্ষরিত।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্পারেট প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহউদ্দীন আহমেদ এবং নেকমানিট্রান্সফার লিমিটেড এর চেয়ারম্যান অ্যান্ড সিইও জনাব হাজী ইকরাম ফরাজী এর পক্ষে নেকমানিট্রান্সফার লিমিটেড এর পরিচালক ও ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার ফরাজী ইমন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তির আওতায় যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণআফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের আওতায় বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে অর্থ নিরাপদে এবং দ্রুত সময়ে পাঠাতে পারবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ, ট্রেজারী প্রধান জাহাঙ্গীর জাবেদ, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, নেকমানিট্রান্সফার এর পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ফরাজী ও মনির এইচ ফরাজী হিমেল, কান্ট্রি ম্যানেজার ওসমান গনি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার এবং ফরাজী হাসপাতালের করপোরেট ম্যানেজার মোজাম্মেল হক-সহসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।